ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপালে দাঁড়ানো একটি বাসে আগুন ধরিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ডিসেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসের ভেতরের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।
জানা যায়, মহিপাল ফ্লাইওভারের দক্ষিণ অংশে পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় ঢাকামুখী লেনে দাঁড়ানো বাসটিতে হঠাৎ আগুন লাগে। স্থানীয়রা দ্রুত এসে পানি দিয়ে আগুন নিভান। আগুনে মূলত চালকের আসন ও সামনের অংশ পুড়ে গেছে।
ফেনী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মজিদ জানান, তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়। ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এটি নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহরের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।
বিডি এক্সপ্রেস ডেস্ক 









