Dhaka 5:15 pm, Friday, 5 December 2025

পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত তথ্য উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ: পে-স্কেল বাস্তবায়নে সময় লাগবে, ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি পে-স্কেল বাস্তবায়নে আরও কিছু সময় প্রয়োজন। পে-স্কেলের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের সময়ে পে-স্কেল কার্যকর করা যাবে কি না, তা কিছুটা অনিশ্চিত। তিনটি রিপোর্ট মিলিয়ে রিকনসাইল করতে হবে। এরপর প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে—সচিব কমিটি এবং জনপ্রশাসন বিভাগ দেখবে। ফাইন্যান্স বিভাগের অনুমোদন পাওয়ার পরই বাস্তবায়ন সম্ভব। তাই আমরা একটি প্রাথমিক ফ্রেমওয়ার্ক তৈরি করব; যদি সময়মতো রিকনসাইল করা যায়, তবে তা কার্যকর হবে।”

তিনি আরও বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর একটি সেটআপ দেওয়া হবে। যদি সেই সময়ে রিকনসাইল করা সম্ভব হয়, তাহলে তা করা হবে। এখানে মূল বিষয় হলো অর্থের ব্যবস্থা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকায় কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজের উদ্যোগে মাত্র ১২ মাসে বিষয়টি এগিয়েছে, যেটি আগের সাত-আট বছরে হয়নি। তাই ক্ষোভ না দেখিয়ে ধৈর্যধারণ ও প্রশংসা করা উচিত।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আগামী সরকার পে-কমিশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। পে-স্কেল ছাড়া অন্যান্য বরাদ্দও পর্যবেক্ষণ করতে হবে। আমরা একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি, যা পরবর্তী সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sabuj bala

Popular Post

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

পে স্কেল বাস্তবায়ন সম্পর্কিত তথ্য উপস্থাপন করেছেন অর্থ উপদেষ্টা

Update Time : 06:12:30 pm, Wednesday, 12 November 2025

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ: পে-স্কেল বাস্তবায়নে সময় লাগবে, ফ্রেমওয়ার্ক তৈরি করা হচ্ছে

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি পে-স্কেল বাস্তবায়নে আরও কিছু সময় প্রয়োজন। পে-স্কেলের জন্য একটি আলাদা কমিশন কাজ করছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “আমাদের সময়ে পে-স্কেল কার্যকর করা যাবে কি না, তা কিছুটা অনিশ্চিত। তিনটি রিপোর্ট মিলিয়ে রিকনসাইল করতে হবে। এরপর প্রশাসনিক কিছু প্রক্রিয়া আছে—সচিব কমিটি এবং জনপ্রশাসন বিভাগ দেখবে। ফাইন্যান্স বিভাগের অনুমোদন পাওয়ার পরই বাস্তবায়ন সম্ভব। তাই আমরা একটি প্রাথমিক ফ্রেমওয়ার্ক তৈরি করব; যদি সময়মতো রিকনসাইল করা যায়, তবে তা কার্যকর হবে।”

তিনি আরও বলেন, তিনটি রিপোর্ট পাওয়ার পর একটি সেটআপ দেওয়া হবে। যদি সেই সময়ে রিকনসাইল করা সম্ভব হয়, তাহলে তা করা হবে। এখানে মূল বিষয় হলো অর্থের ব্যবস্থা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, পে-স্কেল বাস্তবায়ন নিয়ে শঙ্কা থাকায় কর্মচারীদের মধ্যে কিছু অসন্তোষ সৃষ্টি হতে পারে। তবে অন্তর্বর্তীকালীন সরকার নিজের উদ্যোগে মাত্র ১২ মাসে বিষয়টি এগিয়েছে, যেটি আগের সাত-আট বছরে হয়নি। তাই ক্ষোভ না দেখিয়ে ধৈর্যধারণ ও প্রশংসা করা উচিত।

অর্থ উপদেষ্টা আরও বলেন, আগামী সরকার পে-কমিশনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে। পে-স্কেল ছাড়া অন্যান্য বরাদ্দও পর্যবেক্ষণ করতে হবে। আমরা একটি ফ্রেমওয়ার্ক তৈরি করছি, যা পরবর্তী সরকার গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করবে।