দেশের ক্রিকেটে এমন দৃশ্য সত্যিই বিরল—নিজ খরচে দেশের বাইরে গিয়ে সাবেক জাতীয় দলের কোচের সঙ্গে অনুশীলন! ওপেনার সাদমান ইসলাম ঠিক এই ব্যতিক্রমী পদক্ষেপই নিয়েছিলেন। প্রতি ঘণ্টায় প্রায় ২৫০ অস্ট্রেলিয়ান ডলার ফি দিয়ে তিনি অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলন করেছিলেন সাবেক বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহের একাডেমিতে। তখন বিষয়টি নিয়ে অনেক আলোচনাই হয়েছিল।
এবার সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলার পর নিজেই সাদমান জানালেন, আসলে কেন তিনি হাথুরুসিংহের কাছে গিয়েছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“ওখানে (সিডনি) যাওয়ার মূল কারণ ছিল কন্ডিশনটা বুঝে নেওয়া। সিডনির উইকেট কেমন, সেটা দেখার আগ্রহ ছিল। হাথুরু না থাকলে সেখানে যাওয়ার সুযোগই পেতাম না, তাই তার কাছেই গিয়েছি। তেমন টেকনিক্যাল কাজ হয়নি, বরং তার সঙ্গে আলোচনা করেছি—কীভাবে ব্যাটিং করা যায়, কীভাবে বড় ইনিংস গড়া যায়, নিজের খেলার ধরণ কীভাবে বদলানো যায়।”
বৃষ্টি ও আবহাওয়ার কারণে বেশিরভাগ সময় ইনডোর নেটে প্র্যাকটিস করতে হয়েছে বলেও জানিয়েছেন বাঁহাতি ওপেনার।
“বাইরে বৃষ্টি হচ্ছিল, রোদও ছিল না, তাই বেশি সময়ই ইনডোরে ব্যাটিং করেছি। কোনো স্থানীয় ক্রিকেটারের সঙ্গে প্র্যাকটিস করা হয়নি।”
আজ সিলেট টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে একমাত্র ব্যর্থতা ছিল তার। কিন্তু ৮০ রানের ঝলমলে ইনিংস আগুন ঝরানো ব্যাটিং করে নিজের ছাপ রেখেছেন। মাত্র ১০৪ বলে ৯ চার ও ১ ছক্কায় ৮০ রান করে, পুরোপুরি ওয়ানডে ধাঁচে খেলেই সাজঘরে ফেরেন।
নিজের খেলার ধরণে এই পরিবর্তনের পেছনে হাথুরুসিংহের সঙ্গে আলোচনার প্রভাব আছে কি না, তা সময়ই বলবে। তবে সাদমানের এই সাহসী পদক্ষেপ স্পষ্ট করে দেখাচ্ছে—দেশের ক্রিকেটে খেলোয়াড়রাও এখন নিজ উদ্যোগে উন্নতির নতুন দিগন্তে পা রাখতে শুরু করেছেন।
স্পোর্টস ডেস্ক 









