Dhaka 5:15 pm, Friday, 5 December 2025

দেশবাসীর ঐক্যবদ্ধ সমর্থনই জিয়া পরিবারের প্রধান শক্তি -তারেক রহমান

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুবান্ধবের উদ্বেগ-উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা ও দোয়া আমাদের গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর এই সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস।’

তারেক রহমান লিখেছেন, ‘মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই চ্যালেঞ্জিং সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি রইল আমাদের অসীম কৃতজ্ঞতা।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। এরপর ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং এর পাশাপাশি আরও কয়েকটি জটিলতা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ–সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরে রোববার ভোরে সেখান থেকে স্থানান্তর করে আইসিইউতে নেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—যাই বলি, ম্যাডাম বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। এ মুহূর্তে বলার মতো কিছু নেই। আমরা শুধু তার জন্য জাতির কাছে দোয়া চাই।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sabuj Bala

Popular Post

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

দেশবাসীর ঐক্যবদ্ধ সমর্থনই জিয়া পরিবারের প্রধান শক্তি -তারেক রহমান

Update Time : 06:17:36 am, Tuesday, 2 December 2025

দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি ও প্রেরণার উৎস বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে তারেক রহমান লেখেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে সহযোগিতা ও শুভকামনা জানানো হচ্ছে, জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে আমরা সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিভিন্ন দেশের নেতা, কূটনীতিক ও বন্ধুবান্ধবের উদ্বেগ-উৎকণ্ঠা, পাশাপাশি বাংলাদেশের মানুষের অগাধ ভালোবাসা ও দোয়া আমাদের গভীরভাবে স্পর্শ করছে। দেশবাসীর এই সম্মিলিত সমর্থনই আমাদের পরিবারের শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস।’

তারেক রহমান লিখেছেন, ‘মমতাময়ী দেশনেত্রীর দ্রুত আরোগ্যের জন্য আমরা নিরন্তর দোয়া করছি। এই চ্যালেঞ্জিং সময়ে ঐক্য, সহমর্মিতা ও সংহতির জন্য প্রতিটি মানুষের প্রতি রইল আমাদের অসীম কৃতজ্ঞতা।’

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানান শারীরিক সমস্যায় ভুগছেন। ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পর তিনি অসুস্থ হয়ে পড়েন এবং শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। এরপর ২৩ নভেম্বর জরুরি ভিত্তিতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন এবং এর পাশাপাশি আরও কয়েকটি জটিলতা দেখা দিয়েছে।

গত কয়েক দিনে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউ–সমমানের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। পরে রোববার ভোরে সেখান থেকে স্থানান্তর করে আইসিইউতে নেওয়া হয়।

সোমবার (১ ডিসেম্বর) বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, ‘সিসিইউ থেকে আইসিইউ, আইসিইউ থেকে ভেন্টিলেশন—যাই বলি, ম্যাডাম বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছেন। এ মুহূর্তে বলার মতো কিছু নেই। আমরা শুধু তার জন্য জাতির কাছে দোয়া চাই।’