তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের নেতৃত্বে রাজৈরে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভার ঈদগা মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি ঢাকা–বরিশাল মহাসড়কের সানেরপাড় এলাকা এবং রাজৈর বাজার প্রদক্ষিণ করে সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে হেলেন জেরিন খান বলেন, “বাংলাদেশ দীর্ঘ ১৭ বছর পর একটি অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে ঘিরে দেশের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। জনগণ তাদের পছন্দের নেতৃত্বকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে আগ্রহী।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান খান অহিদ।
এছাড়াও মাদারীপুর জেলা মহিলা দলের সভাপতি তানিয়া সুলতানা লাইজু, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। গণমিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর : 
