মাদারীপুরের রাজৈর উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি’ স্লোগানকে সামনে রেখে বুধবার (২৬ নভেম্বর) সকালে হেলিপ্যাড চত্বরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ আয়োজন শুরু হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ সিরাজুল ইসলাম। প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ নিয়াজ শিশির, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সাগর সাহা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ননীগোপাল এবং খামারি উদ্যোক্তা হাফেজ রাফিউল ইসলাম।
বক্তারা বলেন, রাজৈর উপজেলা ভৌগোলিকভাবে খামার সম্প্রসারণের জন্য অত্যন্ত উপযোগী এলাকা। প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে স্থানীয় উদ্যোক্তাদের আরও এগিয়ে আসতে হবে। এতে স্থানীয় অর্থনীতির উন্নয়ন যেমন নিশ্চিত হবে, তেমনি দেশের পুষ্টিচাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।
পরে অতিথিবৃন্দ সপ্তাহব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর : 









