বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে আজ ২ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার মাদারীপুরে উদযাপিত হয়েছে। সকাল ১০টায় মাদারীপুর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিএনএফ-এর মাদারীপুর সহযোগী সংস্থাগুলোর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও খাবার বিতরণসহ ছিল বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি ও সমতা মানব উন্নয়ন প্রচেষ্টা মাদারীপুরের নির্বাহী পরিচালক হোমায়রা লতিফ পান্না। সঞ্চালনা করেন মাদারীপুর মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন লাকী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার মোঃ মাসুম। স্বাগত বক্তব্য রাখেন হোমায়রা লতিফ পান্না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—
ডিডিসি-এর নির্বাহী পরিচালক শাহীন মোল্লা,
সমাধান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এইচ.এম. বোরহান,
ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি-এর নির্বাহী পরিচালক মাহাবুব রহমান বাদল,
অনিদা পল্লী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক রতন চন্দ্র শীল,
সমতা মোবালাইজেশন ট্যাক্স মাদারীপুরের নির্বাহী পরিচালক হোসনে আরা শেলী,
সৌহার্দ্য নারী কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফাতেমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মণ্ডল, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধি ও উপকারভোগী সদস্যরা।
আলোচনা সভায় অতিথিরা এনজিও খাতে স্বচ্ছতা, জবাবদিহি, মানবসম্পদ উন্নয়ন এবং মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার রাজৈর : 








