দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনাকে মূলধারার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার ও বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের উপহাইকমিশনার পবন ভাদেকে আনুষ্ঠানিকভাবে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক ভারতের এই কূটনীতিকের কাছে উদ্বেগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভারতের রাজধানীতে অবস্থানরত শেখ হাসিনাকে মূলধারার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় বাংলাদেশ তীব্র অসন্তোষ প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি এক পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কার্যক্রমে উসকানি দেওয়ার মঞ্চ করে দেওয়া দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপন্থী।
ভারতীয় কূটনীতিককে জানানো হয়, শেখ হাসিনার গণমাধ্যমে বক্তব্য দেওয়ার সুযোগ অবিলম্বে বন্ধ করতে নয়াদিল্লির প্রতি বাংলাদেশ সরকারের অনুরোধ পৌঁছে দিতে।
সূত্র: বাসস
নিজস্ব প্রতিবেদক 









