Dhaka 6:00 pm, Friday, 5 December 2025

বিলাসবহুল বাংলোতে রণবীর ও আলিয়ার স্বপ্নময় দাম্পত্য জীবন

দেড় বছরের প্রতীক্ষা আর প্রায় ২৫০ কোটি রুপির বিশাল বিনিয়োগের পর অবশেষে রূপ নিচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। দাম, আভিজাত্য ও জাঁকজমকে এটি টেক্কা দিচ্ছে শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’-—সবকিছুকেই। দিওয়ালির শুভক্ষণে যজ্ঞ ও পূজা করে গৃহপ্রবেশ শেষে ভক্তদের জন্য সেই বিলাসবহুল নতুন বাসার প্রথম ঝলক প্রকাশ করেছেন আলিয়া, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আলিয়া ভাট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, গৃহপ্রবেশের মুহূর্তে ব্যস্ত তারকা দম্পতির নানা দৃশ্য—ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে রণবীরের প্রণাম, ঘরে অনুষ্ঠিত যজ্ঞ ও পূজার বিভিন্ন ফ্রেম।

গৃহপ্রবেশের সেই আয়োজনে ছোট্ট রাহাও অংশ নেয় মা-বাবার সঙ্গে। আর বউমার এমন স্নেহময় উদ্যোগে নীতু কাপুরের আবেগঘন মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়—ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে ভালোবাসায় জড়িয়ে ধরতে দেখা যায় তাকে।

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার
বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

প্রসঙ্গত, রণবীর ও আলিয়া তাদের নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছর পূর্তির জন্মদিন উদযাপন করেছেন। জানা গেছে, প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের এই বাংলোর অর্ধেক রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন তারা। আর বাকি অংশটি ঋষি কাপুরের ইচ্ছানুসারে নীতু কাপুরের নামে রাখা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Sabuj Bala

Popular Post

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

বিলাসবহুল বাংলোতে রণবীর ও আলিয়ার স্বপ্নময় দাম্পত্য জীবন

Update Time : 08:08:01 am, Friday, 5 December 2025

দেড় বছরের প্রতীক্ষা আর প্রায় ২৫০ কোটি রুপির বিশাল বিনিয়োগের পর অবশেষে রূপ নিচ্ছে রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো। দাম, আভিজাত্য ও জাঁকজমকে এটি টেক্কা দিচ্ছে শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে অমিতাভ বচ্চনের ‘জলসা’-—সবকিছুকেই। দিওয়ালির শুভক্ষণে যজ্ঞ ও পূজা করে গৃহপ্রবেশ শেষে ভক্তদের জন্য সেই বিলাসবহুল নতুন বাসার প্রথম ঝলক প্রকাশ করেছেন আলিয়া, নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে আলিয়া ভাট ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, গৃহপ্রবেশের মুহূর্তে ব্যস্ত তারকা দম্পতির নানা দৃশ্য—ঋষি কাপুরের প্রতিকৃতির সামনে রণবীরের প্রণাম, ঘরে অনুষ্ঠিত যজ্ঞ ও পূজার বিভিন্ন ফ্রেম।

গৃহপ্রবেশের সেই আয়োজনে ছোট্ট রাহাও অংশ নেয় মা-বাবার সঙ্গে। আর বউমার এমন স্নেহময় উদ্যোগে নীতু কাপুরের আবেগঘন মুহূর্তও ধরা পড়ে ক্যামেরায়—ঋষি কাপুরের ছবির সামনে দাঁড়িয়ে আলিয়াকে ভালোবাসায় জড়িয়ে ধরতে দেখা যায় তাকে।

বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার
বিলাসবহুল বাংলোতে রণবীর-আলিয়ার সুখের সংসার

প্রসঙ্গত, রণবীর ও আলিয়া তাদের নতুন বাংলোতেই মেয়ে রাহার তিন বছর পূর্তির জন্মদিন উদযাপন করেছেন। জানা গেছে, প্রায় ২৫০ কোটি টাকা মূল্যের এই বাংলোর অর্ধেক রাহা কাপুরের নামে রেজিস্ট্রি করেছেন তারা। আর বাকি অংশটি ঋষি কাপুরের ইচ্ছানুসারে নীতু কাপুরের নামে রাখা হয়েছে।