মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের কন্যা ঐশী খানের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি এবং বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এই তথ্য জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। মামলাটি দায়ের করেন কমিশনের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান।
দুদক জানিয়েছে, অনুসন্ধানে দেখা গেছে, ঐশী খানের নামে ১ কোটি ৭০ লাখ ২২ হাজার ৭৫০ টাকার সম্পদ এবং ১১ লাখ ৪৯ হাজার ২৬৪ টাকার পারিবারিক ব্যয়ের তথ্য পাওয়া গেছে। তবে তার বৈধ আয় মাত্র ১০ লাখ ৫৩ হাজার ৮৯২ টাকা। এর ফলে ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া তার নামে বা বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে।
কমিশন তাকে সম্পদ বিবরণী দাখিলের জন্য নির্দেশনা দেয়। নির্ধারিত ঠিকানায় নোটিশ প্রদান সম্ভব না হওয়ায় ১০ জুলাই সম্পদ বিবরণী ফরম লটকিয়ে জারি করা হয়। পরবর্তীতে এক মাস সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করে আরও ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়, তবু তিনি সম্পদ বিবরণী দাখিল করেননি।
দুদক জানিয়েছে, সময়মতো সম্পদ বিবরণী দাখিল না করা ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। পাশাপাশি তার নামে বিপুল অপ্রদর্শিত ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার কারণে ২৭(১) ধারায় অভিযোগও প্রযোজ্য।
মাদারীপুর প্রতিনিধি 








