আর্থিকভাবে অসচ্ছল এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহসাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান দয়াল। মঙ্গলবার (১১ নভেম্বর) ভর্তি ও পরীক্ষার ফরম ফিলাপের জন্য প্রয়োজনীয় টাকার অভাবে困া পড়া (২০২২-২৩ শিক্ষাবর্ষের) এক শিক্ষার্থীকে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার্থীটি ভর্তি ও ফরম ফিলাপ করতে পারছিল না। বিষয়টি ছাত্রদল ঢাকা কলেজ শাখার আহ্বায়ক সদস্য মাসুদ রহমান জীবন ও আলাউদ্দিনের মাধ্যমে মিজানুর রহমান দয়ালের কাছে পৌঁছায়। শিক্ষার্থীর পরিস্থিতি জানার পর দয়াল তাৎক্ষণিকভাবে ভর্তি ও ফরম ফিলাপের সম্পূর্ণ অর্থ প্রদান করেন।
ওই শিক্ষার্থী বলেন, “আমার পারিবারিক অসচ্ছলতার কথা জানালে মাসুদ ভাই ও আলাউদ্দিন ভাই দ্রুত মিজান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সহায়তায় আমি সময়মতো ফরম ফিলাপ করতে পেরেছি। এমন কঠিন সময়ে পাশে দাঁড়ানোর জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ।”
মিজানুর রহমান দয়াল বলেন, “আজই ওই শিক্ষার্থীর ফরম ফিলাপের শেষ দিন ছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও তাদের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। এটি আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নীতি ও আদর্শের অংশ।
বিডি এক্সপ্রেস ডেস্ক 









