Dhaka 6:29 pm, Friday, 5 December 2025

ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সমন্বয় রক্ষা করেছে ইরান

ছবি : সংগৃহীত

ইরান ভারতে সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। বুধবার (১২ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “ভারতের সরকার ও জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা। বিশেষ করে নিহতদের পরিবারদের প্রতি আমাদের সহমর্মিতা রইল।”

তিনি আরও জানান, সন্ত্রাসবাদের ‘অসভ্য ও ঘৃণ্য রূপ’ এখন সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই হুমকির মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।

অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র ইসলামাবাদের আদালত প্রাঙ্গণের বাইরে সংঘটিত আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ একটি ঘৃণ্য প্রবণতা, যা কোনো দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয়। আমরা পাকিস্তানের সরকারের পাশে আছি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এই সমস্যার একমাত্র সমাধান হলো যৌথ পদক্ষেপ নেওয়া।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sabuj bala

Popular Post

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

ভারত ও পাকিস্তান উভয়ের সঙ্গে সমন্বয় রক্ষা করেছে ইরান

Update Time : 06:49:42 pm, Wednesday, 12 November 2025

ইরান ভারতে সাম্প্রতিক ভয়াবহ বিস্ফোরণে হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছে। পাশাপাশি পাকিস্তানের ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে দেশটি। বুধবার (১২ নভেম্বর) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ী মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “ভারতের সরকার ও জনগণের প্রতি আমাদের গভীর সমবেদনা। বিশেষ করে নিহতদের পরিবারদের প্রতি আমাদের সহমর্মিতা রইল।”

তিনি আরও জানান, সন্ত্রাসবাদের ‘অসভ্য ও ঘৃণ্য রূপ’ এখন সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। এই হুমকির মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা অপরিহার্য।

অন্য এক বিবৃতিতে ইরানি মুখপাত্র ইসলামাবাদের আদালত প্রাঙ্গণের বাইরে সংঘটিত আত্মঘাতী হামলার নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদ একটি ঘৃণ্য প্রবণতা, যা কোনো দেশের স্বার্থেই গ্রহণযোগ্য নয়। আমরা পাকিস্তানের সরকারের পাশে আছি।”

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে এবং এই সমস্যার একমাত্র সমাধান হলো যৌথ পদক্ষেপ নেওয়া।