বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর শহরের শান্তিনগর কলাতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) মাদারীপুর পৌরসভা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এ সভায় জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাবা হেলেন জেরিন খান। তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা রূপরেখা দেশের গণতন্ত্র, আইনের শাসন ও জনগণের অধিকার পুনরুদ্ধারের নির্দেশনা। গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ সোহরাব হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি, অ্যাড. মোঃ জামিনুর হোসেন মিঠু, যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি, মজিবুর হাওলাদার, যুগ্ম আহ্বায়ক, মাদারীপুর জেলা বিএনপি, তোফাজ্জল হোসেন সান্টু, সভাপতি, বাংলাদেশ সড়ক মালিক সমিতি, মাদারীপুর জেলা, রুবায়েত হোসেন দুলাল, সাবেক সাধারণ সম্পাদক, মাদারীপুর জেলা যুবদল, অহিদুজ্জামান খান অহিদ, সদস্য সচিব, কৃষক দল, মাদারীপুর জেলা
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানিয়া সুলতানা লাইজু, সভাপতি, মহিলা দল, মাদারীপুর জেলা।
বক্তারা বলেন, দেশে নারীর প্রতি সহিংসতা ও অসম্মান উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়তাবাদী মহিলা দল মাঠে থেকে কাজ করে যাচ্ছে। তারা আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কেবল রাজনৈতিক রূপরেখা নয়—এটি একটি জনগণের রাষ্ট্র পুনর্গঠনের ভিত্তি।
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর : 









