Dhaka 5:49 pm, Friday, 5 December 2025

রাজৈরের লাউসর গ্রামে অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

Oplus_131072

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের লাউসর গ্রামে রবিবার (১৬ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দোকানে জ্বালানো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছধরা জেলেরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস ছিল এই কাপড়ের দোকান। দোকানে ৮৫ হাজার টাকা ক্যাশ, সোনার গহনা এবং প্রায় ৩ লাখ টাকার কাপড় ছিল। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। সরকারের কাছে আর্থিক সহায়তা চাই।

অন্য এক কাপড় ব্যবসায়ী সমর হালদারের মা রিতা হালদার বলেন, আমার দোকানের তিনটি সেলাই মেশিন, শাড়ি, থ্রিপিস, সিট কাপড়—সবই পুড়ে শেষ। প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কীভাবে বাঁচব বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মঙ্গল মোরল জানান, আমাদের দোকানে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য মিলে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল ছিল। সবই পুড়ে গেছে। আবার ব্যবসা দাঁড় করাতে সরকারি সহায়তা জরুরি।

প্রতিবেশী লিটু হালদার জানান, রাত ১২টার দিকে আগুন লাগে। আশেপাশের জেলেরা ও আমরা মিলে আগুন নেভাই। কিন্তু এর আগেই তিনটি দোকানই ছাই হয়ে যায়। প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা পাওয়া জরুরি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

sabuj bala

Popular Post

শাজাহান খানের মেয়ে ঐশীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

রাজৈরের লাউসর গ্রামে অগ্নিকাণ্ডে তিন ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই

Update Time : 04:27:03 pm, Monday, 17 November 2025

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের লাউসর গ্রামে রবিবার (১৬ নভেম্বর ২০২৫) দিবাগত রাত ১২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এতে তিনটি পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১৪ লাখ টাকা বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি দোকানে জ্বালানো মশার কয়েল থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে পার্শ্ববর্তী বাঘিয়া বিলের মাছধরা জেলেরা ছুটে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে।

ক্ষতিগ্রস্ত কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস ছিল এই কাপড়ের দোকান। দোকানে ৮৫ হাজার টাকা ক্যাশ, সোনার গহনা এবং প্রায় ৩ লাখ টাকার কাপড় ছিল। সব মিলিয়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা পুরোপুরি অসহায় হয়ে পড়েছি। সরকারের কাছে আর্থিক সহায়তা চাই।

অন্য এক কাপড় ব্যবসায়ী সমর হালদারের মা রিতা হালদার বলেন, আমার দোকানের তিনটি সেলাই মেশিন, শাড়ি, থ্রিপিস, সিট কাপড়—সবই পুড়ে শেষ। প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন আমরা কীভাবে বাঁচব বুঝতে পারছি না। সরকারের সহযোগিতা প্রয়োজন।

এ ছাড়া ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী মঙ্গল মোরল জানান, আমাদের দোকানে চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্য মিলে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার মালামাল ছিল। সবই পুড়ে গেছে। আবার ব্যবসা দাঁড় করাতে সরকারি সহায়তা জরুরি।

প্রতিবেশী লিটু হালদার জানান, রাত ১২টার দিকে আগুন লাগে। আশেপাশের জেলেরা ও আমরা মিলে আগুন নেভাই। কিন্তু এর আগেই তিনটি দোকানই ছাই হয়ে যায়। প্রায় ১৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত সরকারি সহায়তা পাওয়া জরুরি।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছে। তারা পুনরায় স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।