মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় পাগলা কুকুরের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত একের পর এক হামলার ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, হঠাৎ একটি কুকুর এলাকা জুড়ে দৌড়ে বেড়িয়ে পথচারী ও বাড়ির সামনে থাকা লোকজনকে কামড়ে আহত করতে শুরু করে। মুহূর্তেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, আহত ১২ জনের মধ্যে সাতজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। আহতদের মধ্যে রয়েছেন, শাহাना বেগম (৫৬), মজিদ কাজী (৬০), নুসরাত (৭), সাইমা (৮), সুহাদা আক্তার (৩৪), রুবেল ফকিরসহ আরও কয়েকজন। সবার শরীরের বিভিন্ন স্থানে কামড়ের ক্ষত রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, আহতদের দেহে একাধিক কামড়ের চিহ্ন রয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা দ্রুত কুকুরটি শনাক্ত করে নিয়ন্ত্রণে আনার জন্য প্রশাসনের জরুরি পদক্ষেপের দাবি জানাচ্ছেন।
শিরোনাম :
শিবচরে পাগলা কুকুরের তাণ্ডব: নারী–পুরুষ–শিশুসহ আহত ১২
-
মোঃ মনির হাওলাদার, মাদারীপুর প্রতিনিধি : - Update Time : 12:14:33 am, Tuesday, 18 November 2025
- 187 Time View
Popular Post










